"""MATS জাতীর ৪ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন থামবে না।""
""হে মুজিব তোমার কথা কেউ রাখেনি!
আমি আজ মুজিবের স্বপ্নের কথা বলছি,
মুজিবের স্বপ্নের ডিএমএফ জাতির দুর্ভোগের কথা বলছি।
জন মানুষের অসুস্থ জীবন যাপনের কথা বলছি,
সাধারণ মানুষদের না বলা অব্যক্ত কথা বলছি।
আজ আমরা ডিএমএফ জাতি ভালো নেই,
ভালো নেই তোমার স্বপ্নে গড়া ডিএমএফ ডাক্তাররা।
বৈষম্যের শিকার তোমার ছেলে মেয়েরা।
তোমার ছেলে মেয়েরা কথায় কথায় হচ্ছে অপমানিত, লাঞ্ছিত।
তোমার স্বপ্নের ডিএমএফ জাতিকে অপমান করা মানে তোমাকে অপমান করা।
তোমার অপমানের জবাব দিতেই হবে।
আজ অধিকার আদায়ের জন্য মাঠে বসেছে তোমার সোনার ছেলে মেয়েরা, নেমেছে রাজপথে।
তোমার স্বপ্ন আজ বাস্তবায়িত হয়েও হতে দিচ্ছে না কিছু অমানুষ নামক কুচক্রী মহল।
তোমার স্বপ্ন জেনেও আজ তারা বধির সেজে বসে আছেন ,
তোমার স্বপ্নের ছেলে মেয়েদের আজ সবকিছু থেকে বঞ্চিত করার পায়তারা করছে।
আজ তারা মাঠে নেমেছে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে।
তোমার ছেলেমেয়েদের একাডেমিক পড়াশোনার পড়ে কেড়ে নিয়েছে ইন্টার্নশিপ,
ভেঙ্গে চুরমার করে দিচ্ছে ডিএমএফ জাতিকে,
একে একে পঙ্গু করে দেওয়ার অপব্যাবহার করছে।
তোমার সোনার ছেলেমেয়েরা পাচ্ছে না উচ্চশিক্ষা,
তোমার স্বপ্নকে করছে ওরা ধুলিষ্যৎ।
মুজিব তোমায় মনে পরে ক্ষনে ক্ষনে,
তুমি থাকলে আজ তোমার সোনার ছেলে মেয়েদের মাঠে নামতে হতোনা।
ডিএমএফ জাতি পেতো উচ্চশিক্ষা, পেতো কর্মসংস্থানের সুযোগ।
তোমার ছেলেমেয়েরা একাডেমিক পড়াশোনার শেষে পাচ্ছেনা কোনো নিয়োগ।
নেই কোনো কর্মসংস্থান।
অথচ তোমার স্বপ্ন ছিলো তোমার ডিএমএফ জাতি জন মানুষের সেবা করবে!
কই তোমার স্বপ্ন?
তুমি কি শুনতে পাও মুজিব?
তোমার এই ডিএমএফ জাতির আর্তনাদ?
ওহে মুজিব তোমার স্বপ্নে গড়া ডিএমএফ জাতিকে ধুলিস্যৎ হতে দিতে পারিনা আমরা।
হে মুজিব! কেউ রাখেনি তোমার কথা...!
তোমার সোনার কন্যা দেশ মাতাকে বলে দাও তোমার স্বপ্নকে বাস্তবায়িত করতে।
তোমার স্বপ্নে গড়া সোনার দেশের মানুষ কে ভালো রাখতে!
Collected From...... IHT/MATS ক্যাম্পাসিয়ান পরিবার /
Written by --MD Badiul Alam Shakil
Leave a Comment